সম্পাদকীয়ঃ আকিকা হলো ইসলামে একটি সুন্নত আমল।নবজাত শিশুর জন্য পশু জবাই করে আল্লাহর কাছে শুকরানা আদায় করা হয়।কখন দিতে হয়?* সপ্তম দিন: সুন্নত অনুযায়ী, সন্তান জন্মের সপ্তম দিনে আকিকা করা উত্তম।* চতুর্দশ দিন: যদি সপ্তম দিনে সম্ভব না হয়, তাহলে চতুর্দশ দিনে করা যেতে পারে।* একবিংশ দিন: এমনকি একবিংশ দিনেও করা যেতে পারে।* শৈশবকালে যে কোনো সময়: যদি উপরের কোনো দিনেই সম্ভব না হয়, তাহলে শৈশবকালে যে কোনো সময় আকিকা করা যাবে।আকিকার গুরুত্ব:* শুকরানা: আল্লাহর অনুগ্রহের জন্য শুকরানা আদায় করা।* সন্তানের কল্যাণ: সন্তানের জন্য দোয়া করা ও তার ভালোর জন্য কামনা করা।* সুন্নত অনুসরণ: নবী করীম (সা.) এর সুন্নত অনুসরণ করা।আকিকার নিয়ম:* পশু: উট, গরু, মহিষ, ভেড়া বা ছাগল দিয়ে আকিকা করা হয়।* সংখ্যা: ছেলের জন্য দুটি এবং মেয়ের জন্য একটি পশু জবাই করা হয়।আকিকা না করলে:* আকিকা না করলে কোনো বড় গুনাহ হবে না। তবে সুন্নত ত্যাগ হবে।
সম্পাদক ও প্রকাশক : আবুল বাশার, নির্বাহী সম্পাদক: মীর মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক : মেহেদী হাসান রিপন
সতর্কীকরণ : এই পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।