রনি হোসেন, কেশবপুর (যশোর)
আজ (৭ ডিসেম্বর) কেশবপুর হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা কেশবপুর থানায় প্রবেশ করে জয় বাংলা শ্লোগান দিয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে প্রথমবারের মতো বাংলাদেশী পতাকা উত্তোলন করেন।
এদিন, কেশবপুরের প্রবেশ পথে বীর মুক্তিযোদ্ধাদের অভ্যর্থনা জানান আওয়ামী লীগ নেতা ডা. রওশন আলী, ডা. গোলাম রব্বানী, আনোয়ার হোসেন প্রমুখ। মুক্তিযুদ্ধের পর, রাজাকার ও পাকিস্তান বাহিনী কেশবপুর শহর ছেড়ে পালিয়ে যায়, তবে তাদের আগমনের সময় কয়েকজন মুক্তিকামী জনগণ নিহত হন।
এছাড়া, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কিছু বীর মুক্তিযোদ্ধা, যেমন আব্দুল খালেক ও দৌলত বিশ্বাস শহীদ হন। ১৯৯৬ সালে সাবেক এমএনএ সুবোধ মিত্রের নেতৃত্বে শহীদ দৌলত বিশ্বাসের কবর সনাক্ত করা হয়।