1. admin@dailyjessorerkontho.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

কালিয়ায় ফেসবুক আইডিতে গৃহবধূর অশ্লীল ছবি শেয়ার, গ্রেফতার ২

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৬ বার পঠিত

মোঃউজ্জল শেখ (নড়াইল)প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর অশ্লীল ছবি ফেসবুকে দু’টি ভুয়া আইডিতে পোস্ট করার অভিযোগে দায়েরকৃত মামলায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই) রাতে পাঁচগ্রাম ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক খায়রুজ্জামান ডালিম (৩৬) ও রাসেল মোল্যাকে (৩১) গ্রেফতার করা হয়েছে। এর আগে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ওইদিন কালিয়া থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, মামলার আসামিরা এডিট করে গৃহবধূর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করে। দু’টি ভুয়া আইডি খুলে প্রতিনিয়ত আজেবাজে, নোংরা ও কূরুচিপূর্ণ ক্যাপশন দিয়ে ছবি পোস্ট করতে থাকে। এ পরিস্থিতিতে প্রবাসীর স্ত্রী মানসিক ভাবে ভেঙ্গে পড়েন।

কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন বলেন, দু’টি ফেসবুক আইডির সূত্র ধরে দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর