সাইফুল ইসলামঃ ঝিনাইদহের কালীগঞ্জে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তিন প্যাকেট পাথর ও সাইজ করা কাঠের লাঠি উদ্ধার করেছে। শুক্রবার বেলার ১১টার দিকে মোবারকগঞ্জ সুগার মিলের মেইন গেট মার্কেটের পিছন থেকে পাথর ও সাইজ কাঠ উদ্ধার করে। তবে এ ঘটনায় তারা কাউকে আটক করতে পারেনি।খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিন ধরে মোবারকগঞ্জ সুগার মিলের মৌসুমি শ্রমিক নিয়োগ সংক্রান্ত জটিলতায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শুক্রবার সকালে পৌর বিএনপির স্থানীয় এক নেতার সমর্থকরা লাঠি, দেশীয় অস্ত্র ও পাথর নিয়ে যশোর মহাসড়কের মিলগেট এলাকায় অবস্থান নেয়। তাদের অবস্থানের খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে সবাই পালিয়ে গেলেও সেখান থেকে প্যাকেট ভর্তি পাথর ও কাঠের লাঠি উদ্ধার করে সেনা সদস্যরা।পাথর ও লাঠি উদ্ধারের বিষয়টি জানতে সেনাবাহিনীর দ্বায়িত্বশীল কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার কল দিয়ে যোগায়োগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।তবে, কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে পুলিশের একটি টিম মিলে নিরাপত্তার কাজে সহযোগীতা করছে। যশোর মহাসড়কে মিলের মেইন গেটে পুলিশ মোতায়েন করে তল্লাসি করে পরিচয় জেনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তিনি আরো জানান, সেনাবাহিনীর একটি দল মিলগেট এলাকায় অভিযান চালিয়ে লাঠি ও পাথর উদ্ধার করেছে বলে লোকমুখে জেনেছি। তবে, উদ্ধারকৃত আলামত সেনা সদস্যরা নিয়ে গেছে বলে যোগ করেন তিনি।