1. admin@dailyjessorerkontho.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩২ অপরাহ্ন

কালীগঞ্জে স্মাট ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৫ বার পঠিত

 

সাইফুল ইসলাম,স্টাফ রিপোর্টার
”স্মাট ভূমি সেবা, স্মাট নাগরিক” এ স্লোগানে ঝিনাইদহ কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শিবলী নোমানী ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান। এরপর শহরে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে সভাতে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন। শুরুতেই স্মার্ট ভূমি সেবা বিষয়ের উপর স্বাগত বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা ভূমি ইউনিয়ন কল্যান সমিতির সভাপতি নায়েব ওয়াজেদ আলী। সভাতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, সরকারী ভূষন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ। সভাতে উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন, সরকার ডিজিটাল ভ’মি সেবা থেকে স্মার্ট ভ’মি সেবা চালু করে জনগনকে সেবা দিচ্ছে। এখন ঘরে বসেই আপনারা নামজারি, খাজনা প্রদান ছাড়াও নানান সেবা পেতে পারেন। তিনি বলেন, সরকারী একটি বিশেষ নম্বরে ফোন দিয়ে সকল ধরনের স্মাট ভূমি সেবা পাওয়া যাবে। অদ্য হইতে এক সপ্তাহব্যাপী সাধারন মানুষকে স্মার্ট সেবা প্রদানের এ কার্ষক্রমটি চলমান থাকবে বলেও জানান তিনি।
কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের বড় বাবু যোগেন্দ্রনাথ বিশ্বাসের সঞ্চালনায় সভাতে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ সরকারী এম ইউ কলেজের অধ্যক্ষ মনোজ কুমার, নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মুরতজা আলী ও উপজেলা পরিষদের অন্নান্য দপ্তরের কর্মকর্তা, গনমাধ্যমকর্মী, ইউনিয়ন পরিষদের ভূমি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর