সাইফুল ইসলাম,স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করেছেন কালীগঞ্জ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তারা। রোববার সকাল ১০ টায় তাদের প্রথম কার্য্যদিবসে নবনির্বাচিত চেয়ারম্যান শিবলী নোমানী, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহজনাজ পারভীনকে বরন করে নেন। এ সময় উপস্থিত আরো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে ওই জনপ্রতিনিধিদের ফুল দিয়ে বরন করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সভাপতিত্বে এক মতবিনিময়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের অফিসারদের পক্ষে উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও আ”লীগ নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদ শমসের প্রমুখ।
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় এ অনুষ্টানে উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান, পৌর ব্যাবসায়ী সংগঠন ও সুধীজন সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আবুল বাশার, নির্বাহী সম্পাদক: মীর মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক : মেহেদী হাসান রিপন
সতর্কীকরণ : এই পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।