1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

কুলবাড়িয়া গ্রামকে মাদকমুক্ত করার দাবিতে মেহেরপুরে মানববন্ধন

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৩ বার পঠিত

মেহেরপুর প্রতিনিধি
কুলবাড়িয়া গ্রামকে মাদকমুক্ত করার দাবিতে মেহেরপুরে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে কুলবাড়িয়া গ্রামবাসি।

রবিবার (১৯ মে) সকাল ১১ টার দিকে জেলা প্রাশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রনেতা ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জুয়েল রানার নেতৃত্বে কুলবাড়ীয়া গ্রামের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষ এই মানব বন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কুলবাড়িয়া গ্রামে এখন ওপেন মাদক বিক্রি ও সেবন হয়। মেহেরপুরের চিহ্নিত সন্ত্রাসী দুখু বাহিনির সদস্য ঝন্টু বিশ্বাস এর নেতৃতে দেয়। সে কারনে তার ভয়ে কেউ কিছু বলতে পারেনা। তবে মাদকের কারনে কুলবাড়ীয়া গ্রামের যুব সমাজ ধংস হয়ে যাচ্ছে। তাই আমরা সকল হুমকি ধামকি উপেক্ষা করে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক,পুলিশ সুপার ও মাদক নিয়ন্ত্রন অফিসে স্মারকলিপি দেয় কুলবাড়িয়া গ্রামবাসি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর