পরেশ দেবনাথ,কেশবপুর,যশোরঃ “আমার সংস্কৃতি আমার পরিচয়” এই বক্তব্যের আলোকে কৃষ্টিবন্ধন, যশোরের নবগঠিত কমিটি অভিষিক্ত সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শণিবার (০৯ নভেম্বর-২৪) সন্ধ্যায় যশোর শিল্পকলার চিত্রশালায় ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালচারাল অফিসার জনাব হায়দার আলী সিম্বা-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক জনাব একরামদৌলা। অনুষ্ঠান উদ্বোধন করেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কবি এম এ কাসেম অমিয়।
সঞ্চালনা করেন, কবি মোঃ ইরফান খান ও কবি ফাতিমা পারভীন। সমবেত সঙ্গিতের পর বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কবি নাট্যজন জনাব হাসান হাফিজুর রহমান, গবেষক মফিজুর রহমান রুন্নু, কৃষ্টিবন্ধন শারসা কমিটির সভাপতি কবি রেবেকা টফি, সহ-সভাপতি কবি রকি মাহমুদ, কবি বকুল হক, কবি আবু রায়হান। কবিতা পাঠ করেন, সহ-সভাপতি অধ্যাপক গোপিকান্ত সরকার, কবি এম এন এস তূর্কী, কবি মঞ্জুয়ারা সোনালি, গান পরিবেশন করেন, অধ্যাপক আবু সাঈদ মোঃ আতিকুর রহমান, শেষে শিশুশিল্পী সাদিয়া, মার্জিয়া, রোজা, খাদিজা আরও অনেকে প্রাণবন্ত নাচ পরিবেশন করেন।
সম্পাদক ও প্রকাশক : আবুল বাশার, নির্বাহী সম্পাদক: মীর মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক : মেহেদী হাসান রিপন
সতর্কীকরণ : এই পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।