কেশবপুরের তৃষান বসু দিব্য জাতীয় পর্যায়েও
শ্রেষ্ঠ হতে চায়
পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
কেশবপুরের তৃষান বসু দিব্য জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতায় 'খ' বিভাগে অংশ নিয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আগামী ২০ মে-২৪ ঢাকাতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃষান বসু শ্রেষ্ঠ হতে চায়।
সে উপজেলার মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা কেশবপুর পৌর শহরের সাহাপাড়া এলাকার আঞ্চলিক কবি ও গীতিকার অলোক কুমার বসু বাপী কেশবপুর মধুসূদন সংগীতালয়ের পরিচালক ও মা টুম্পা দে উপজেলার বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
তৃষাণ বসুর বাবা অলোক কুমার বসু বাপী বলেন, ''মাত্র পাঁচ বছর বয়সে সে সংগীতাঙ্গনে প্রবেশ করে এবং ২০১৯ ইং সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় দেশাত্মাবোধক সংগীতে সারাদেশের ভেতর সে দ্বিতীয় স্থান অধিকার করে। আমার ছেলে বর্তমানে দক্ষিণবঙ্গের বিশিষ্ট দুই সংগীতজ্ঞ সাতক্ষীরার শ্যামল সরকার ও অর্ধেন্দু প্রসাদ বন্দ্যোপাধ্যয়ের নিকট নজরুল এবং শাস্ত্রীয় সংগীতের তালিম নিচ্ছে। এতো অল্প বয়সে দিব্য'র সফলতায় আমরা গর্ববোধ করছি''।
তৃষাণ বসু দিব্য জানায়, 'বাবা-মায়ের হাত ধরে আমার সংগীতাঙ্গনে প্রবেশ করা। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ দেশাত্মাবোধক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে কেশবপুর উপজেলা, যশোর জেলা ও খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি, এবার আগামী ২০ মে-২৪ ঢাকাতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবো এবং সেখানেও শ্রেষ্ঠ হতে চায়'। সে সকলের কাছে আশির্বাদ প্রার্থনা করেছে।
ছবিঃ
১৭/০৫/২৪
সম্পাদক ও প্রকাশক : আবুল বাশার, নির্বাহী সম্পাদক: মীর মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক : মেহেদী হাসান রিপন
সতর্কীকরণ : এই পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।