1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

কেশবপুরের মসজিদ ও মন্দির সংস্কারের জন্য এমপি’র অনুদানের চেক বিতরণ

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২ বার পঠিত

কেশবপুরের মসজিদ ও মন্দির সংস্কারের
জন্য এমপি’র অনুদানের চেক বিতরণ

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে মসজিদ ও মন্দিরের জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই-২৪) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদানের অর্থ বিতরণ করেন, কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আজিজ বলেন, আমি নির্বাচনী এলাকায় বিভিন্ন অঞ্চলে পরিদর্শনকালে মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবস্থা দেখে নিজ উদ্যোগে সংস্কারের জন্য বরাদ্দ দিয়েছি। আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য প্রত্যন্ত অঞ্চলে সরেজমিনে গিয়ে উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কেশবপুর উপজেলার প্রায় সকল মসজিদ ও মন্দিরে জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ সময় তিনি নিজ হাতে কেশবপুর উপজেলার ৩৫ টি মসজিদ ও মন্দিরের উন্নয়নের জন্য টিআর এর বরাদ্দ ৫২ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন। তিনি উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, আলাউদ্দীন আলা, আব্দুল কাদের বিশ্বাস, এস এম মুনজুর রহমান, পৌরসভার কাউন্সিলর কবির হোসেন, জেলা পরিষদের সদস্য টিপু সুলতান প্রমুখ।
ছবিঃ
১২/০৭/২৪

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর