যশোরের কন্ঠ- কেশবপুরে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।
রনি হোসেন, কেশবপুর (যশোর) কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমির আয়োজনে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবস-২০২৪ উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মাইমুনা ইয়াসমিনের সভাপতিিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর পরিচালনায় ৭ অক্টোবর সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়াম অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসাদুজ্জামান ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চারুপিঠ একাডেমীর পরিচালক সাংবাদিক উৎপল দে, শিশু একাডেমির প্রশিক্ষক উজ্জ্বল ব্যানার্জি, অলোক বসু বাপি, নিমাই চাঁদ নন্দন প্রমূখ।