পরেশ দেবনাথ,বিশেষ প্রতিনিধিঃ কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে কৃষক দলের কৃষক সমাবেশ অনুঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর-২৪) বিকেলে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলকোট ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাবেক ইউপি সদস্য আশরাফ আলী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যশোর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান কচি।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন, মনিরামপুর কৃষক দলের পৌর সভাপতি মোস্তফা আনোয়ার, কৃষক দলের কেশবপুর উপজেলা সহ-সভাপতি এ্যাড. আনছার আলী, মনিরামপুর কৃষক দলের পৌর সভাপতি মোস্তফা আনোয়ার, কেশবপুর উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, সদস্য সচিব কেএম আজিজুর রহমান আজিজ, কৃষক শাহিনুর রহমান, আসলাম উদ্দীন, গোষ্ঠ বিহারী রায়, শেখ আবুল জলিল প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।