1. admin@dailyjessorerkontho.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন

কেশবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক ৯’শত কৃষকের মাঝে নারিকেল চারা বিতরণ

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৭ বার পঠিত

 

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

কেশবপুরে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
রোববার (৯ জুন-২৪) বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে ৯’শ কৃষকের মাঝে ওই নারিকেলের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার-এর সভাপতিত্বে এবং উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল।
আলোচনা শেষে উপজেলার ৯’শ কৃষকের মধ্যে প্রত্যেককে ৫টি করে নারিকেলের চারা বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক
শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, অনিক সাহা, অলিউর রহমান, জয়দেব দাস, মেহেদী হাসান, কামরুল আজিজ, গোলাম রসুল আলিফ, আবু সাঈদ, আব্দুল লতিফ রানা নারিকেলের চারা পেয়ে সরকারের প্রতি খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার জাহাঙ্গীর হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা দ্বীপ জয় বিশ্বাস, মিলন দাস, শাহাদাৎ হোসেন, শুভঙ্কর রায়, বিকাশ কুমার মন্ডলসহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর