পরেশ দেবনাথঃ যশোরের কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজীর পিতা নূর আলী গাজী (৭০) দূরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার (০৩ নভেম্বর-২৪) ভোর ৬ টার দিকে উপজেলার বউশলা গ্রামস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওই দিন আসরের নামাজ বাদ জানাজা নামাজ শেষে পাবিরারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আল্হাজ্ব আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস ও হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম মোড়ল, নুরুজ্জামান চৌধুরী, বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার কেএম খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান প্রমূখ।