পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর
কেশবপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে। বুধবার (২২ মপ-২৪) সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ওই পেঁয়াজের বীজ এবং সার দেওয়া হয়। অনুষ্ঠানে কর্মকর্তারা উপজেলার বিভিন্ন এলাকার ১৪০ জন কৃষককে এক কেজি করে পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএমপি ও ২০ কেজি করে এমওপি সার তুলে দেন ।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তানভীর হোসেন-এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তারের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস, শিমুল রায়, দ্বীপজয় বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, প্রণোদনা কর্মসূচি ২০২৩-২৪ অর্থবছরে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ১৪০ জন কৃষককে এক কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএমপি ও ২০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। এ সার-বীজ কৃষকরা আনন্দিত।
সম্পাদক ও প্রকাশক : আবুল বাশার, নির্বাহী সম্পাদক: মীর মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক : মেহেদী হাসান রিপন
সতর্কীকরণ : এই পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।