শেখ মাহেদুল হাসান ছোটন,স্টাফ রিপোর্টারঃ
যশোরের কেশবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির উদ্যোগে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, পোনা মাছ অবমুক্তকরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। এর আগে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।।