কেশবপুরে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত
রনি হোসেন, কেশবপুর (যশোর) যশোরের কেশবপুরে ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বিপ্লবী ছাত্রজনতার গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বুধবার বেলা ১১টায় শহরের পাবলিক ময়দান থেকে ছাত্রজনতার গণজমায়েতের মিছিল বের হয়। মিছিলটি কেশবপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিমোহিনী মোড়ে এসে শেষ হয়। এ সময় বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন ও শিক্ষার্থী সোহাগী দাস। বক্তারা অবিলম্বে ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবি জানান। গণজমায়েতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আবুল বাশার, নির্বাহী সম্পাদক: মীর মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক : মেহেদী হাসান রিপন
সতর্কীকরণ : এই পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।