বিশেষ প্রতিনিধি
কেশবপুরে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন বাহরুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমান। বুধবার দুপুরে তিনি প্রতিষ্ঠানের সভাপতি (উপজেলা নির্বাহী কর্মকর্তা) বরাবর অব্যাহতির জন্য আবেদন করেন। এর আগে সকালে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে ওই মাদ্রাসার শিক্ষার্থীরা অধ্যক্ষ ফসিয়ার রহমানের পদত্যাগের দাবিতে মাদ্রাসায় মিছিল এবং সমাবেশ করে।
পদত্যাগপত্রে অধ্যক্ষ ফসিয়ার রহমান উল্লেখ করেন, ২০২১ সালের ২৮ জুন থেকে মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত আছি। কিন্তু বর্তমানে আমার একান্ত ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণে উক্ত পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে অধ্যক্ষ ফসিয়ার রহমান বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আমি পদত্যাগ করেছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রসার সভাপতি তুহিন হোসেন বলেন, ছাত্রদের আন্দোলনের মুখে কেশবপুর বাহরুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমানের পদত্যাগ করেছেন। পদত্যাগ পত্রটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেওয়া হবে।