শেখ মাহেদুল হাসান ছোটন, স্টাফ রিপোর্ট,
যশোরের কেশবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য আজিজুল ইসলামের নির্দেশনায় উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ওই মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর থেকে শুরু হয়ে শহর পদক্ষিণ করে পুনরায় ওই স্থানে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তরিকুল ইসলাম সমাবেশের সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন রেজা লিখন, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরব অধিকারী, সাংগঠনিক সম্পাদক শেখ মাহেদুল হাসান ছোটন, প্রচার সম্পাদক আমিনুর রহমান, যুবলীগ নেতা জাকির হোসেন মিন্টু, এনামুল কবির সবুজ প্রমুখ।
উল্লেখ্য, বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০৭ সালের ১৬ জুলাই ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার করা হয়। প্রায় ১১ মাস কারাবন্দি থাকার পর মুক্তি পান শেখ হাসিনা। পরবর্তীতে ১৬ জুলাই শেখ হাসিনার কারাবন্দি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।