1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন

কেশবপুরে শ্রী শ্রী কালী মন্দির পরিদর্শনে কেন্দ্রীয় বিএনপি নেতা অপু

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১ বার পঠিত

 

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

কেশবপুর সার্বজনীন শ্রী শ্রী কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় মন্দির পরিদর্শন করলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।
শুক্রবার (১০ মে) সন্ধ্যায় তিনি নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে মন্দির পরিদর্শন শেষে এ ঘটনার তীব্র নিন্দা জানান। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, থানা বিএনপির সদস্য জামাল উদ্দীন, পৌর যুব দলের আহবায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক শাহ আলম মোড়ল, বিএনপি নেতা সোহেল হাসান আইদ প্রমুখ। এ ছাড়া কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক কনক সেনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চোরেরা বুধবার (৯ মে) রাতে পৌর শহরের কালী মন্দিরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে বিগ্রহ থেকে ১২ ভরি সোনার গহনা, ২০ ভরি রুপার গহনাসহ মন্দির থেকে ২২ পিচ শাড়ি চুরি করে নিয়ে গেছে। মন্দির থেকে চুরি হওয়া মালামালসহ চোরদের গ্রেফতার করতে পুলিশ ও ডিবি যৌথভাবে অভিযান চালাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর