1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন

কেশবপুরে সামাজিক বনায়ন কর্মসূচির শুভ  উদ্বোধন করলেন এমপি আজিজুল ইসলাম 

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

কেশবপুরে সামাজিক বনায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন এমপি আজিজুল ইসলাম। কেশবপুরে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অধীনে সামাজিক বন বিভাগ যশোর-এর আয়োজনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশ ব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন (৪র্থ) পর্যায়ে প্রকল্প এর বিতরণের জন্য মাননীয় সংসদ সদস্য যশোর-৬ এঁর মাধ্যমে ৫০০০ টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি ২০২৪-শুভ উদ্বোধন করেন।

একই সাথে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্প এর আওতায় বিনামূল্যে ৭,৫০০ টি চারা বিতরণ কর্মসূচিরও ২০২৪-শুভ উদ্বোধন করেন। দু’টি প্রকল্পের আওতায় বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ১২ হাজার ৫০০টি গাছের চারা বিতণের উদ্বোধন করা হয়।

বুহস্পতিবার (১১ জুলাই-২৪) কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন-এর সভাপতিত্বে কেশবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে তিনি ওই গাছের চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইচ চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, যশোর জেলা পরিষদের সদস্য টিপু সুলতান, উপজেলা বন কর্মকর্তা হাবিবুজ্জামান প্রমুখ। প্রমূখ।

এর পর কেশবপুর উপজেলা পরিষদের বাজেট মিটিং-এ অংশগ্রহণ করেন।

কেশবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন ইউনিয়নের ২২ টি মসজিদ ও ১৩ টি মন্দিরে নগদ অর্থ প্রদান করেন ৯০ যশোর-৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম।

বিকালে ৭ নং পাঁজিয়া ইউনিয়নের হদের বাজারে মতবিনিময় সভায় যোগদান করেন। ৯০ যশোর-৬ কেশবপুর আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম (এমপি)-কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন, উপজেলার ভেরচী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান আসাদ। এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচছা প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক মন্ডলী এবং আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম মোড়ল, এস.এম.আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর