পরেশ দেবনাথঃ যশোরের কেশবপুর কৃষক দলের সাথে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ-এর এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ অক্টবর-২৩) সকালে উপজেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।উপজেলা কৃষক দলের সদস্য সচিব কেএম আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস।
এছাড়া আরও বক্তব্য রাখেন, ত্রিমোহিনী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মহির উদ্দিন, সাগর দাঁড়ী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আরিফুল ইসলাম, মজিদপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি জালাল উদ্দিন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আফছার শেখ, মঙ্গলকোট ইউনিয়ন কৃষক দলের সভাপতি আশরাফ সরদার, সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাবিবুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইকবাল হোসেন, সুফলাকাটি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইউপি সদস্য কালাম শিকদার, সাতবাড়িয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম, হাসানপুর কৃষক দলের সভাপতি আবু হাসান প্রমূখ। এ সময় উপজেলা ও ১১টি ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অফিসে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : আবুল বাশার, নির্বাহী সম্পাদক: মীর মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক : মেহেদী হাসান রিপন
সতর্কীকরণ : এই পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।