পরেশ দেবনাথ,কেশবপুর,যশোরঃ যশোরের কেশবপুর বণিক সোসাইটির কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর-২৪) সন্ধ্যায় বনিক সোসাইটির কার্যালয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে ওই কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মোঃ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর কবির বিশ্বাস, অর্থ সম্পাদক পদে কনক কুমার সেন, সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর সিদ্দিক ও প্রচার সম্পাদক পদে কার্তিক রায়কে নির্বাচিত ঘোষনা করা হয়েছে। নির্বাচিত প্রতিনিধিরা যাতে সুষ্ঠুভাবে সেবা দিতে পারেন তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
সম্পাদক ও প্রকাশক : আবুল বাশার, নির্বাহী সম্পাদক: মীর মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক : মেহেদী হাসান রিপন
সতর্কীকরণ : এই পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।