রনি হোসেন , কেশবপুর, যশোর
যশোরের কেশবপুর সরকারি ডিগ্রি কলেজকে ছাত্ররাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুই পক্ষের মারামারির জেরে হওয়া এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা।
এ বিষয়ে বৈঠকের সর্বসম্মতিক্রমে কলেজে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং সব শিক্ষার্থীকে ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করা হয়। সঙ্গে সঙ্গে কলেজকে ছাত্ররাজনীতিমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসাদুজ্জামান, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসফি আরেফিন চৌধুরী প্রমুখ।