সাইফুল ইসলাম স্টাফ রিপোর্টার
বুধবার সকালে ঝিনাইদহের ডিবি পুলিশের অভিযানে কোটচাঁদপুর থেকে ৫১ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিলসহ মোঃ ইকরামুল হক (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত আসামী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সোলেমানপুর গ্রামের মৃত ইছাহক আলী মন্ডলের ছেলে।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, আজ সকাল ০৯.৩৫ ঘটিকার দিকে কোটচাঁদপুর থানাধীন কাগমারী মোড় সংলগ্ন যাত্রী ছাউনীর পাশে কালীগঞ্জ টু খালিশপুর রোড়ে পাচারের উদ্দেশ্যে মাদক বহন করছিলেন মাদক ব্যবসায়ী ইকরামুল হক,গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করে ৫১ বোতল ভারতীয় মাদক ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ডিবির ওসি মো: জুয়েল ইসলাম জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।