1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

গাংনীস্থ র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৫ বার পঠিত

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীস্থ র‍্যাব ক্যাম্পের একটি দল মাদক বিরােধী অভিযান চালিয়ে ৯৮ বােতল ফেনসিডিলসহ আল আমিন মন্ডল (৩৯) নামের এক মাদক কারবারীকে আটক করেছে।

শুক্রবার (৭ জুন) সকাল ৬টার দিকে আল আমিনকে মাদকসহ নিজ গ্রাম থেকে আটক করা হয়। আটককৃত আল আমিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর গ্রামের ক্যাম্পপাড়ার মৃত খেড়ু মন্ডলের ছেলে।

র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটিদল তাকে আটক করে।

ক্যাম্প কমান্ডার ও সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর এলাকায় মাদক কারবারীরা অবস্থান করছে এমন গােপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯৮ বােতল ফেনসিডিলসহ জামাল হােসেন নামের একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লক্ষ ৯৬ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃতকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর