1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৬ বার পঠিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ ‘আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ এখনই’ এ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার র‌্যালি ও পথসভার মধ্যদিয়ে দিবসটি পালন করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতি নামফলকের পাদদেশে পথসভায় মিলিত হয়।পথসভায় বক্তব্য দেন- জেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহসভাপতি ড. মোহা. এমরান হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদি, অধ্যক্ষ মোহাম্মদ জোব্দুল হক, অ্যাডভোকেট আসলাম উদ দৌলা, অ্যাডভোকেট ড. তসিকুল ইসলাম, মো. শাহজাহান আলীসহ অন্যরা। সভা সঞ্চালনা করেন ড. মো. শরিফুল ইসলাম। কর্মসূচিতে জেলা ও উপজেলার মানবাধিকার কর্মীরা অংশগ্রহণ করেন।বক্তারা মানবাধিকার বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর