ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারি সমিতির (সাবেক- বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের মো. আবু সুফিয়ানকে সভাপতি ও নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মো. আবু বকর সিদ্দীককে সাধারণ সম্পাদক করা হয়েছে। বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারি সমিতির কেন্দ্রীয় কমিটি সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়।বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মো. আবু সায়েম সাক্ষরিত পত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়। কার্যনির্বাহী কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও একজন কার্যকরী সভাপতি, সাত জন সহ-সভাপতি, তিন জন যুগ্ম সাধারণ সম্পাদক, দুই জন সাংগাঠনিক সম্পাদক রাখা হয়। এছাড়াও আট জনকে কার্যনির্বাহী সদস্য রাখা হয় ৩৫ সদস্য বিশিষ্ট কমিটিতে। আগামী তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।জানা যায়, বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারি সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কমিটির প্রধান উপদেষ্টা করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (জেলা নাজির) স্বাধীন চন্দ্রকে। অন্যান্য উপদেষ্টারা হলেন, জেলা ও দায়রা জজ আদালতের মো. শরিফুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার মো. মতিউর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের আব্দুল হাকিম, সড়ক ও জনপদ বিভাগের মো. রবিউল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাবুল হোসেন ও কল্যাণপুর হর্টিকালচারের অবসরপ্রাপ্ত কর্মচারী মোহাম্মদ ইসরাফিল হক।বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারি সমিতির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দীক জানান, নতুন কমিটির সকলকে নিয়ে আগামীতে বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন এবং কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখার দাবিতে সোচ্চার হব। দ্রব্যমূল্যের বাজার দর বিবেচনায় নিয়ে ৫০ শতাংশ বেতন বৃদ্ধিকরণসহ চলমান ৫ শতাংশ প্রণোদনা বার্ষিক মূল বেতনের সাথে ইনক্রিমেন্ট আকারে যুক্তকরণ, পেনশন/আনুতোষিক সুবিধা ৯০ শতাংশের স্থলে ১০০ শতাংশ, ২৩০ টাকার স্থলে ৪০০ টাকা এবং পূর্বের ন্যায় পেনশন প্রথা, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুণঃবহালকরণের দাবিতে কার্যকর ভূমিকা পালনের প্রতিশ্রুতি দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : আবুল বাশার, নির্বাহী সম্পাদক: মীর মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক : মেহেদী হাসান রিপন
সতর্কীকরণ : এই পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।