মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত সোমবার রাত ও ঙ্গলবার সকালে চাটখিল উপজেলার বিভিন্ন স্থান থেকে সাত বছরের সাজা প্রাপ্ত আসামী সহ তিন জন কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা উপজেলার শাহাপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের নুরুজ্জামান হাফেজের ছেলে সাত বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ সাত্তার, পরোয়ানাভুক্ত আসামী পৌরসভা দশানী টবগা গ্রামের পুরান বাড়ির মৃত এমদাদুল হক হেঞ্জু মিয়ার ছেলে মোঃ মামুন ও সুন্দরপুর গ্রামের অজি বাড়ির নুর নবীর ছেলে সাহাব উদ্দিন সজিব।চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।