পরেশ দেবনাথ, কেশবপুর, যশোরঃ কেশবপুরের সীমান্তবর্তী ডুমুরিয়ার উপজেলার ঐতিহ্যবাহী চুকনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দ্বায়িত্ব ভার গ্রহণ করলেন, অত্র কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবদুল হাফিজ মাহমুদ।বৃহস্পতিবার (১৪ নভেম্বর-২৪) দুপুরে চুকনগর ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে সকল শিক্ষক, কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক আলোচনাসভার মাধ্যমে তিনি ওই দ্বায়িত্ব ভার গ্রহণ করেন।কলেজের দাতা সদস্য সাবেক সহকারী অধ্যাপক মোঃ আতিকুর রহমান-এর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ-এর সঞ্চালনায় সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন, সদ্য বিদায়ী (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন।
বক্তব্য রাখেন, উপজেলা জামায়েত ইসলামী আমীর মাওঃ মুক্তার হুসাইন, সাবেক অধ্যক্ষ এস এম জুলফিকার আলী জুলু, অধ্যাপক কল্যান কান্তি হালদার, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মোঃ মনিরুল হক, প্রভাষক সুমন কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক নার্গিস হোসাইন, প্রভাষক ইফআত আরা, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোড়ল আমিনুর রহমান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জেনারেল মোঃ মঈন উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ। এসময় চুকনগর ডিগ্রি কলেজের সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুল হাফিজ মাহমুদ-কে ফুলদিয়ে শুভেচ্ছা জানান, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি শামিদুল হাসান লিমন, সেক্রেটারি হুসাইন আদনান, সরকারি কবি নজরুল কলেজের শিবির নেতা ও চুকনগর কলেজের প্রাক্তন ছাত্র তানবীর হাসান প্রমুখ।
উল্লেখ্য, কলেজ এডহক কমিটির ১২.১১.২০২৪ খ্রি. তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মনিরুল ইসলাম পদত্যাগ করায় সহকারী অধ্যাপক মোঃ আবদুল হাফিজ মাহমুদকে ১৩.১১.২০২৪ খ্রি. তারিখ হতে তদস্থলে জ্যৈষ্ঠতার ভিত্তিতে অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব অর্পন করা হয়। আরও উল্লেখ্য, মোঃ আবদুল হাফিজ মাহমুদ-এর আগে তিনজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। তারা হলেন, সদ্য বিদায়ী (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন, সহকারী অধ্যাপক এস, এম, জুলফিকার আলী ও সহকারি অধ্যাপক হাসেম আলী ফকির।
সম্পাদক ও প্রকাশক : আবুল বাশার, নির্বাহী সম্পাদক: মীর মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক : মেহেদী হাসান রিপন
সতর্কীকরণ : এই পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।