সাব্বির আলিম,চুয়াডাঙ্গা দর্শনা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনস্থ দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত দর্শনা বাজারে অবস্থিত লিয়াকত আলী মার্কেট এর দোকান নং-০৫, আব্দুল্লাহ আল আমিন অটো (হোন্ডা গ্যারেজ) হতে স্বর্ণ চোরাচালান করা হয় মর্মে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে গত ০৫ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক বিকাল ৩টার সময় দর্শনা বিওপির বিশেষ টহল কমান্ডার নায়েক মোঃ জিয়াউর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৫/৩-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল্লাহ আল আমিন অটোয় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনাকালে উক্ত দোকান হতে ১২টি স্বর্ণের বারের মতো তৈরীকৃত লোহার টুকরো (সোনালী রং করা), ০৪টি স্বর্ণের বারের মতো তৈরীকৃত লোহার টুকরো (রং বিহীন), বাংলাদেশী নগদ ২,৩৪,১৫০/- টাকা, বিভিন্ন নামে ০৩টি ড্রাইভিং লাইসেন্স, ০১টি স্বর্ণ চোরাচালানে ব্যবহৃত মোটর সাইকেল এর খালি ব্যাটারি, ০৩টি মোটর সাইকেল এর নাম্বার প্লেট, ০১টি জনতা ব্যাংক এর চেক বই, ০১টি আইএফ আইসি ব্যাংক এর চেক বই, ০১টি oppo A3s, ও ০১টি samsung A52 এন্ড্রয়েড মোবাইল, ০১টি samsung বাটন মোবাইল,০১টি lava বাটন মোবাইল, ০১টি ভারতীয় ব্যবহৃত সীম এবং ০১টি Apache মোটর সাইকেল জব্দ করে।বিজিবি টহলদল বর্ণিত দোকান হতে স্বর্ণ চোরাচালান কাজে সম্পৃক্ত ০২ জন যথাক্রমে (১) মোঃ হেলাল উদ্দিন (২৮) পিতাঃ মোঃ আইয়ুব আলী, গ্রামঃ রামনগর, পো+থানাঃ-দর্শনা, জেলা চুয়াডাঙ্গা, (২) মোঃ সৌরভ (১৬) পিতাঃ মোঃ আশরাফুল, গ্রামঃ পারকৃষ্ণপুর, পোঃ+থানাঃ-দর্শনা, জেলাঃ চুয়াডাঙ্গা কে আটক করে।চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি পরিচালক অধিনায়ক ৬/১১/২০২৪ তাং জানান চোরাকারবারীদের বিরুদ্ধে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।