সাইফুল ইসলামঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিকসহ ৩৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।মঙ্গলবার (১২ নভেম্বর) মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত উপজেলার মাটিলা, বাঘাডাঙ্গা, সামান্তা খোসালপুর ও শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ১২ জন নারী, ৮ জন শিশু ও ১৬ জন পুরুষ রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল আজিজুস শহীদ বলেন, ‘সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে বেশ কয়েকজন ব্যক্তি ভারতে অনুপ্রবেশ করছে, এমন খবরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, ‘অভিযানে এক ভারতীয় নাগরিকসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর থানায় হস্তান্তর করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক : আবুল বাশার, নির্বাহী সম্পাদক: মীর মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক : মেহেদী হাসান রিপন
সতর্কীকরণ : এই পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।