1. admin@dailyjessorerkontho.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠিত

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৭ বার পঠিত

গীতি গমন চন্দ্র রায় গীতি।।

স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকেজুন মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা পরিষদের হলরুমে এ বিতরণ অনুষ্ঠিত হয় ২৩-২৪ অর্থ বছরে উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করা হয়।

জানা যায়,ঠাকুরগাঁও জেলা পরিষদের আয়োজনে
চেক বিতরণ অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাদল চন্দ্র হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি মো: আব্দুল মজিদ আপেল এবং অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা,ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ দেবাশীষ দত্ত সমীর, আনিসুজ্জামান,আব্দুল বাতেন,মোস্তাফিজার রহমান,সাবিনা ইয়াসমিন,ঠাকুরগাঁও জেলা পরিষদের হিসাব রক্ষক দিলিপ কুমার রায় প্রমুখ। সেসময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য মোট ৬০ লাখ টাকার চেক সুবিধাভোগীদের হাতে তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সুবিধাভোগী ও ঠাকুরগাঁও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর