পরেশ দেবনাথ,বিশেষ প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৪ সম্পন্ন। ঘোষণা করা হয়েছে এর চূড়ান্ত ফলাফল।সদ্য সমাপ্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১৩টি পদের সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন নির্বাচন কমিশন।বুধবার (১১ ডিসেম্বর২৪) রাতে প্রার্থী ও ভোটারদের উপস্থতিতে আনন্দঘন পরিবেশে নওয়াপাড়া প্রেসক্লাবের সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন, নির্বাচন কমিশনের চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক সুনীল দাস, নির্বাচন কমিশনের সদস্য এস এম ফারুক আহমেদ ও এস এম আবিদ হাসান।এতে সভাপতি এস এম মুজিবর রহমান (দৈনিক প্রবাহ) ও সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান (দৈনিক নয়া দিগন্ত) নির্বাচিত হয়েছেন।নির্বাচিত অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোজাফফর আহমেদ (দৈনিক স্পন্দন), সহ-সভাপতি এস এম খায়রুল বাশার (যশোর বার্তা), যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সহ-সাধারণ সম্পাদক সেলিম হোসেন (ডেইলি নিউ নেশন), কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান (দৈনিক প্রতিদিনের সংবাদ), দপ্তর ও গণ সংযোগ সম্পাদক শাহিন হোসেন (দৈনিক সময়ের খবর), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম এম আলাউদ্দিন (দৈনিক ভোরের ডাক), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন হৃদয় (দৈনিক সময়ের আলো), তথ্য ও আইন বিষয়ক সম্পাদক তারিম আহমেদ ইমন (দৈনিক যুগান্তর), নির্বাহী সদস্য নজরুল ইসলাম মল্লিক (দৈনিক ইনকিলাব) ও নির্বাহী সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ (দৈনিক দিনকাল)।নবনির্বাচিত কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম ও নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।