সুমন কর্মকার, তালা প্রতিনিধিঃ
পাটকেলঘাটায় ছিনতাইকারীদের কবলে এক ব্যবসায়ী ব্যাবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথ ছিনতাইকারীদের কবলে পড়ে ৪লক্ষ টাকা খুইয়েছেন রিপন ঘোষ (৪০) নামে এক ব্যবসায়ী।বর্তমানে তিনি পাটকেলঘাটার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিপন পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামের দীলিপ ঘোষের ছেলে। সে পাটকেলঘাটা বাজারে বসুন্ধরা ও মেঘনা গ্রুপ অপ কোম্পানির ডিলার শিপের ব্যাবসা করত বলে জানা গেছে । মঙ্গলবার রাতে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা বাজারের লাল চন্দ্রপুর এলাকায় ঘটনাটি ঘটে।
আহত রিপন ঘোষ জানান, ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে ব্যাবসা প্রতিষ্ঠান থেকে পায়ে হেটে বাড়ি যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে লালচন্দ্রপুর খাতুনে জান্নাত মাদ্রাসার সামনে আসলে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ওই সময় ছিনতাইকারীরা তাকে পিছন থেকে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসুযোগে তারা তার সঙ্গে ব্যাগের মধ্যে থাকা সাড়ে চার লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
পরে পথচারীরা আহত অবস্থায় স্থানীয় স্বাগতা ক্লিনিকে ভর্তি করে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা ( ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : আবুল বাশার, নির্বাহী সম্পাদক: মীর মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক : মেহেদী হাসান রিপন
সতর্কীকরণ : এই পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।