সুমন কর্মকার, তালা প্রতিনিধিঃ সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাগুরা ইউনিয়নের দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী রাখাল দাশ ও রেজাকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে গাঁজা ক্রয় বিক্রয় করার সময় পুলিশের একটি টিম খলিষখালী ইউনিয়নের বাগমারা বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, তালা উপজেলার মাগুরা ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মৃত নিরাজ্ঞন দাশের ছেলে চিহ্নিত গাঁজা ব্যবসায়ী রাখাল দাশ ওরফে পুটকি বাবু(৩৩)। বালিয়াদাহ এলাকার মতিয়ার রহমান গোলদারের ছেলে নাজমুল হুদা রেজা (২৮)।
থানা পুলিশ জানান,গাঁজা ক্রয় বিক্রয় হচ্ছে এমন খবর পেয়ে থানা পুলিশের একটি টিম বাগমারা এলাকায় অভিযান চালায়। এসময় দুজনের কাছে রাখা ১০০ গ্রাম করে মোট ২০০গ্রাম গাঁজাসহ আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রির বিষয়টি স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, এ ঘটনায় থানায় একটি মাদক মামলা হয়েছে। বরিবার সকালে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : আবুল বাশার, নির্বাহী সম্পাদক: মীর মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক : মেহেদী হাসান রিপন
সতর্কীকরণ : এই পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।