1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন

পূবাইলে তুলা ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ২ কোটি টাকা

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭ বার পঠিত

আরিফা হক পূবাইল (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পুবাইলের মেঘডুবিতে তুলা ফ্যাক্টরী ইসলাম এন্টারপ্রাইজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইসলাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম দাবি করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে তুলা ভাঙ্গানোর সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তুলা ফ্যাক্টরির কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে খবর দিলে দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুর সদর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ইসলাম এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম জানান, ৯৫ টন তুলা সহ একটা ব্লু রুম অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে।এছাড়া তুলা কারখানার টিনসেডটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ২ কোটি টাকার মতো।ফায়ার সার্ভিস সদরের ইন্সপেক্টর রাজা মিয়া জানান, তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেননি।
পূবাইল থানার এস আই নাসির উদ্দিনসহ সিটিএসবি ও এনএসআইয়ের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর