সুমন কর্মকারঃ সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ক্ষত্রিয় পাড়ার গ্রামের মৃত নিরঞ্জন সরকারের ছেলে দীলিপ সরকার (৩২) অনান্ত গাইনের ছেলে অনুপম গাইন ওরফে বেদে বাবু (৩০) একই গ্রামের জগদীশ সরকারের ছেলে বাসুদেব সরকার(৩২) দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের ম্যানেজ করে চালাচ্ছে রমরমা মদ ও গাজার ব্যবসা দেখার কেই নেই। হাত বাড়ালেই মেলে মাদক ক্ষত্রিয়পাড়া গ্রামের তিন মদ ব্যবসায়ীর কারনে ধংসের পথে যুব সমাজ। বিভিন্ন সময় থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালালেও ধরা ছোয়ার বাহিরে থাকেন তারা। স্থানীয়রা জানান গত ১৫ অক্টোবর রাতে মাদক ব্যবসায়ী অনুপম গাইন ওরফে বেদে বাবুর বাড়িতে তালা থানা পুলিশ অভিযান চালিয়ে মদ তৈরির সরমজাম ও মদসহ আটক করে তাকে পরে এক জনপ্রতিনিধির হস্তক্ষেপে রেহাই পান তিনি। ক্ষত্রিয়পাড়া গ্রামের কয়েক জন ব্যক্তি নাম না প্রকাশ করার স্বার্থে জানান রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে তারা দীর্ঘদিন ধরে এই বাংলা মদের ব্যবসা চালিয়ে আসছে। দ্রুত এই মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য মাননীয় পুলিশ সুপার মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।