পরেশ দেবনাথ,বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ শিশু একাডেমির জাতীয় শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা কার্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহণে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর-২৪) বাংলাদেশ শিশু একাডেমির কনফারেন্স রুমে বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব তানিয়া খান-এর সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার জনাব লায়লা আরজুমান্দ বানু-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মমতাজ আহমেদ এন,ডি,সি।এছাড়াও শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন) জনাব আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-সচিব (কার্যক্রম) জনাব ফিরোজ উদ্দীন খলিফা, উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) জনাব শিউলি রহমান তিন্নি, সহকারী পরিচালক (সিনিয়র সহকারী সচিব) জনাব মোছাঃ দেলোয়ারা খাতুন, প্রোগ্রাম অফিসার জনাব মোঃ নুরুজ্জামান, প্রোগ্রাম অফিসার জনাব এ,এস,এম নাজমুল হক প্রমুখ। কর্মশালা পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার জনাব লায়লা আরজুমান্দ বানু। দ্বিতীয় প্রান্তিকের এ কর্মশালায় কেশবপুর উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু-সহ ৪৪ জন কর্মকর্তা অংশগ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশক : আবুল বাশার, নির্বাহী সম্পাদক: মীর মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক : মেহেদী হাসান রিপন
সতর্কীকরণ : এই পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।