কেশবপুর উপজেলা প্রতিনিধিঃ কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া কালী পূজা মন্দিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর-২৪) রাতে বসুন্তিয়া কালী পূজা মন্দিরের সভাপতি তরুন কুমার বিশ্বাস বিগত কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। এর পর পরেশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি তরুন কুমার বিশ্বাস, সহ-সভাপতি প্রদীপ দেবনাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক সমিত রায়, কোষাধ্যক্ষ গোবিন্দ রায়, মাস্টার অরুণ বিশ্বাস, দিবস রায়, বিধান চন্দ্র রায়, রামপ্রসাদ বিশ্বাস, তপু মজুমদার, মলয় কুণ্ডু, মৃত্যুঞ্জয় রায়, আনন্দ রায়, প্রান্ত দেবনাথ, তুর্য রায়, অর্ঘ রায়, কল্যাণ রায় ও নিলয় রায়।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সমিত কুমার রায়কে সভাপতি, প্রদীপ দেবনাথকে সহ-সভাপতি, বিধান চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক ও রামপ্রসাদ বিশ্বাসকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তরুন কুমার বিশ্বাসকে প্রধান উপদেষ্টা করে তিন বছর মেয়াদি সাত সদস্য বিশিষ্ট বসুন্তিয়া কালী পূজা মন্দিরের নতুন কমিটি গঠন করা হয়। এসময় বসুন্তিয়া গ্রামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।