1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ অপরাহ্ন

মঙ্গলকোটে ট্যাক্সি ও ভ্যানগাড়ীর মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক আহত

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১১ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোরঃ কেশবপুরের মঙ্গলকোটে ট্যাক্সি ও ভ্যানগাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষে আজিজুর রহমান (৩২) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়। গুরুতর আহত ভ্যানচালক আজিজুর রহমান সরদার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের শাহাবাজ সরদারের ছেলে। প্রাথমিকভাবে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়ার পর খুলনা গাজী মেডিকেলে ভর্তি করেন তার স্বজনরা।স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, ট্যাক্সি গাড়ির সামনের ডানপাশের চাকা বিকট শব্দে বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই দূর্ঘটনা ঘটতে পারে। ট্যাক্সির সামনে দুমড়ে-মুচড়ে যায়। ট্যাক্সি গাড়ির নং-DHAKA METRO GA 18-1213. ট্যাক্সির চালক গাড়ি রেখে পালিয়ে যায়।

অন্য ভ্যান চালক ইব্রাহিম হোসেন জানান, শুক্রবার (১৫ নভেম্বর-২৪) ভোর ৫ টার দিকে ভ্যানযোগে ৩ জন আজিজুর রহমান সরদার, তার চাচাত ভাই নাজমুল হোসেন ও আমি তিনজনে তিনটি ভ্যান নিয়ে কেশবপুর উপজেলার আলতাপোল ২৩ মাইল যাচ্ছিলাম কাঠের ভুসি আনতে। পথিমধ্যে মঙ্গলকোট বাসস্ট্যান্ড সংলগ্নে আসলে কেশবপুর থেকে একটি ট্যাক্সি সামনা সামনি আজিজুর রহমান সরদারের ভ্যানগাড়ীতে আঘাত করলে ভ্যানগাড়ী ভেঙ্গে চুরমার হয় এবং ভ্যানচালক আজিজুর রহমান সরদারের ডান পায়ের হাটুর নীচ থেকে ভেঙ্গে যায়। স্থানীয় চিকিৎসক তাপস সরদারের বাড়ি থেকে ডেকে এনে প্রাথমিক চিকিৎসা নেওয়ার হয়। চিকিৎসক তাপস জানান, রোগীর ডান পায়ের হাটুর নীচ থেকে দু’টি হাড়ের একটি বেরিয়ে গেছে এবং অন্যটি এক্সে করে দেখতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর