ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
রবিবার (১৪ জুলাই) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্য্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে “মাদকদ্রব্যর আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান ”
এই স্লোগান কে সামনে নিয়ে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তর
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য জারা জাবীন মাহবুব।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মো.ছাইদুল হাসান (বিপিএম পিপিএম), জেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.ইকতেখারুল ইসলাম, ৫৯ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল গোলাম কিবরিয়া,জেলা সিভিল সার্জন ডা.এস এম মাহমুদুর রশিদ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ।
সভায় স্বাগত বক্তব্য দেন, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিচালক মো.আনিসুর রহমান ।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে মাদক বিরোধী আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন,
এ সমস্যা এখন জাতীয় সমস্যা, তাই সম্মিলিত সামাজিক প্রচেষ্টার মাধ্যমেই মাদক নির্মুলে সবাই কে একসাথে কাজ করতে হবে এবং আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।