মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সদর উপজেলার দিঘির পাড়া গ্রামের মাঠে ঘাস মারা বিষ প্রয়োগ করে কচুর ক্ষেতে নষ্ট করেছে দুর্বিত্তরা।
বুধবার দিবাগত রাতের কোন এক সময় দিঘির পাড়া গ্রামের মাঠে ৪ বিঘা জমিতে লাগানো কচু বিষ মারা ঘাস প্রয়োগ করে নষ্ট করে দেওয়া হয়।
জানা গেছে দিঘির পাড়া গ্রামের মোসাদ আলির ছেলে দলু একই এলাকার খবির আলী ছেলে মিলনের কাছ থেকে ৯ লক্ষ টাকার দিয়ে ৪ বিঘা জমি বন্দুক নিয়ে সেখানে চাষাবাদ করে আসছে। এবার সেই জমিতে কচু লাগান। বুধবার দিবাগত রাতের কোন এক সময় কে বা কারা শত্রুতা করে জমিরতে লাগানো কচুতে ঘাস মারা বিষ প্রয়োগ করে নষ্ট করে দেয়। এতে লক্ষাধিক টাকার ক্ষতি সম্মুখীন হয়েছেন বলে কৃষক দলু জানান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : আবুল বাশার, নির্বাহী সম্পাদক: মীর মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক : মেহেদী হাসান রিপন
সতর্কীকরণ : এই পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।