সাইফুল ইসলামঃ ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলের চলতি ২০২৪-২৫ মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে মিলের ডোঙ্গায় আখ ফেলে ৫৮তম মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ইক্ষু গবেষণা বিভাগের পরিচালক এবং যুগ্ন সচিব এটিএম কামরুল ইসলাম তাং। এবার চলতি মাড়াই মৌসুমে ৫০ দিনে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৩ হাজার ৩৭৮ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের গড় ধরা হয়েছে ৫.৪০ শতাংশ। এবছর মিলে প্রতিমন আখের দাম ধরা হয়েছে ২৪০ টাকা। উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই মিলটিতে মৌসুমি শ্রমিক নিয়োগ সংক্রান্ত জটিলতায় উত্তপ্ত পরিস্থিতিতে এদিন পুলিশ মোতায়েন করা হলেও উদ্বোধনের আগমুহুর্ত পর্ষন্ত কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম সভাপতিত্বে উদ্বোধন অনুষ্টানে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম, থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঝিনাইদহ জেলার সমন্বয়ক আবু হুরাইরা, সদস্য সচিব সাইদুর রহমান ও আখচাষী মিজানুর রহমান প্রমুখ। এ অনুষ্টানের মাধ্যমে আখ চাষে সাফল্য রাখায় ৩ জন আখ চাষীকে সন্মাননা দেওয়া হয়।মিলের মহা-ব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মন্ডল জানান, এ বছর মাড়ায়ের জন্য মাঠে দন্ডায়মান আখ রয়েছে ৪ হাজার ১০ একর। এবং চলতি রোপন মৌসুমে সাড়ে ৫ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। আখের মূল্য বৃদ্ধি পাওয়ায় এবছর কৃষকরা আখচাষে ঝুকছেন বলেও যোগ করেন এ কর্মকর্তা।