আবু জার গিফারী
যশোর ফুটবল কল্যাণ সমিতির কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে কেশবপুরের গৌরিঘোনা ইউনিয়ন ফুটবল বিতরণ। বৃহস্পতিবার বিকালে গৌরিঘোনা ইউনিয়ন ফুটবল বিতরণ করেন। সংগঠনের কেশবপুর উপজেলা শাখার সভাপতি রাশেদুল করিম (পুলিশ বাবু) সংগঠনের কর্মকর্তাদের সাথে নিয়ে ইতি মধ্যে শুরু হয়ে গেছে কেশবপুর ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির তৃনমূল পর্যায় থেকে পেলেয়ার তৈরি করার মিশন। প্রথম দিনই সংগঠনের সভাপতি রাশিদুল করিম বাবু সংগঠনের কর্মকর্তাদের নিয়ে।
৯ নং গৌরীঘোনা ইউনিয়নের গৌরীঘোনা গ্রামের ফুটবল টিমের অধিনায়ক রাজু হালদার ও তার টিমের হাতে ফুটবল দিয়ে আগামী দিনের ফুটবলের শুভবার্তার কার্যক্রম শুরু করেন। সভাপতি রাশেদুল করিম বলেন প্রত্যেকটা গ্রাম অঞ্চলে ফুটবল দিয়ে আগামী দিনের ফুটবলের শুভ বার্তার কথা বলেন এবং আরো বলেন মাদক কে না বলি খেলাধুলা কে হ্যা বলি এই স্লোগানকে সামনে রেখে আমরা এগোবো।
সম্পাদক ও প্রকাশক : আবুল বাশার, নির্বাহী সম্পাদক: মীর মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক : মেহেদী হাসান রিপন
সতর্কীকরণ : এই পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।