মোস্তফা বকস্ , রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌভীবাজারের রাজনগরের মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামে জায়গা দখলকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া যায়, জানাযায় পুর্বথেকে জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরুদ চলছিল শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল তিন ঘটিকার সময় জায়গা দখলকে কেন্দ্র করে মিস্রাফ খাঁন এবং সৈয়দ বিএস আলী ও সৈয়দ হাকিম আলী গংদের মধ্যে মারামরির ঘটনা ঘটে এ ঘটনায় মিস্রাফ খাঁন মারাত্বক ভাবে আহত হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে মিস্রাফ খাঁন সোনাটিকি গ্রামের মৃত রহমত খাঁনের ছেলে ও বর্তমান মেম্বার নুরুল আমিন খাঁনের চাচাতো ভাই, এঘটনায় পুলিশ চার জনকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি, রাজনগর থানার অফিসার ইনচার্জ শাহ মোবাশ্বের বলেন আমরা ঘটনা স্থলে গিয়েছি এবং চার জনকে আটক করি এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি মামলা হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।