1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ পূর্বাহ্ন

রাজনগরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১১ বার পঠিত

মোঃ মোস্তফা বকস্ ,রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধিঃ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. নং এস-১০২৮/৯৮) এর উদ্যোগে দেশব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৪-এর অংশ হিসেবে রাজনগরেও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ নভেম্বর) সকাল দশটা থেকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় রাজনগর আইডিয়েল হাই স্কুল কেন্দ্রে পাঁচ শতাধীক পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন রাজনগর আইডিয়েল হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করেন রাজনগর উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, স্টেশন অফিসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোহাম্মদ আলী হোসেন,রাজনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী নাদিমুল হক, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপতি এহসান বিন মুজাহির, শেখ বোরহান উদ্দিন ইসলামিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, নিশানস এর পরিচালক ওয়াসিম আহমদ নিশান, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস রাজানগর উপজেলা সভাপতি আহমেদ কবীরসহ রাজনগর থানা পুলিশের একটি টিম।রাজনগর উপজেলা কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের রাজনগর উপজেলা শাখার সভাপতি মোঃ হারুনুর রাশীদ, সহকারী সচিবের দায়ীত্ব পালন করেন বিকেএ রাজনগর শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা বকস্।

রানগনগর উপজেলায় পাঁচ শতাধীক শিক্ষার্থী সহ মৌলভীবাজার জেলায় মোট তিনটি কেন্দ্রে শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির সহস্রাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এছাড়া সারা দেশব্যাপী ১৬৬টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অর্ধলক্ষাধিক শিক্ষার্থী অংশ নেন।বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারায় প্রতিটি বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি,অভিভাবক, শিক্ষার্থী, কক্ষ পরিদর্শক ও সংবাদকর্মী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের উপজেলা সভাপতি ও কেন্দ্র সচিব মোঃ হারুনুর রাশীদ ও সাধারণ সম্পাদক ও সহকারী সচিব মোঃ মোস্তফা বকস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর