নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
কোমলমতি শিক্ষার্থীদের থেকে প্লাস্টিকের বর্জ্য নিয়ে প্রত্যেককে চারা উপহার দিয়েছে টিফিনের টাকায় পরিচালিত স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঐক্য-বন্ধন’।
বৃহস্পতিবার বিকেলে মণিরামপুর উপজেলার এড়েন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ১২০ জন শিক্ষার্থীর হাতে ফলদ, বনজ ও ঔষধিসহ নানা প্রজাতির ১৫০টি গাছ তুলে দিয়েছেন সংগঠনটির সদস্যরা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক বনায়ন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।
ঐক্য-বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান সোহাগ বলেন, বর্তমান দেশের তাপমাত্রা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। জনজীবন ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখিন হচ্ছে। নিত্য বন উজাড় ও নানা অজুহাতে নির্বিচারে গাছপালা কেটে ফেলায় বাড়ছে এই তাপমাত্রা। গাছ কেটে ফেললেও আমরা নতুন করে চারা রোপনে উদ্যোগী হচ্ছি না।
মাহমুদুল হাসান বলেন, বাজারের নানা পণ্য ব্যবহারের ফলে আমাদের বসত বাড়ির আশপাশে প্লাস্টিকের বোতল ও প্লাস্টিকের মোড়ক জমে পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা চেয়েছি শিশুরা বাড়ির আশপাশ থেকে এসব বর্জ্য কুড়িয়ে এনে আমাদের কাছে জমা দিয়ে বিনিময়ে গাছ উপহার নিক। আমরা চেষ্টা করছি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেনের ছাত্র-ছাত্রীদের গাছ উপহার দিয়ে শিশু বয়স থেকে তাদের গাছ লাগানোর চর্চা ও ভাল কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করাতে। আমরা চাইলে শিক্ষার্থীদের বিনামূল্যে গাছের চারা বিতরণ করতে পারতাম। সেটা না করে পরিবেশ রক্ষার্থে প্লাস্টিকের বর্জ্য গ্রহণ করে আমরা তাদেরকে চারা দিয়েছে। গতকাল এড়েন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আম, জাম, কাঁঠাল, পেয়ারা, হরিতকি, নিম, মেহগনি, আকাশমনি ও বিভিন্ন রকমের ফুলের চারাসহ মোট ১৫০ টি চারা দিয়েছি। ধীরে ধীরে উপজেলার অন্য শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম চালানো হবে।
ঐক্য-বন্ধনের সভাপতি আরও বলেন, আমরা আগে থেকে শিক্ষার্থীদের বলে দিয়েছিলাম বাড়িতে বা আশপাশে জমে থাকা প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট নিয়ে আসার জন্য। গতকাল শিক্ষার্থীরা আমাদেরকে ৬ বস্তা প্লাস্টিকের বর্জ্য দিয়েছে। বাড়িতে ধান সিদ্ধ করার কাজে এই বর্জ্য ব্যবহার করা হবে।
চারা বিতরণ অনুষ্ঠানে এড়েন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদ মেহেদী ইমাম, ঐক্য-বন্ধনের উপদেষ্টা মেহেদী হাসান, প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান সোহাগ, সদস্য ফরহাদ হাসান, স্মৃতি আক্তার, মানজুরুল তন্ময়, আশিকুজ্জামান, রায়হান হোসেন, ফিরোজ আল মামুন, লাবিব হাসান, সাকিবুল করীম প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে চারা পেয়ে খুশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী আরজু হোসেন। তিনি বলেন, আমরা বইয়ে পড়েছি বাগান করতে হবে। কিন্তু কখনও গাছ নিজ হাতে লাগায়নি। এবার নিজ হাতে গাছ লাগাবো। গাছের পরিচর্চা করব।
সম্পাদক ও প্রকাশক : আবুল বাশার, নির্বাহী সম্পাদক: মীর মোশাররফ হোসেন, বার্তা সম্পাদক : মেহেদী হাসান রিপন
সতর্কীকরণ : এই পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।