1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

শ্যামনগর উপজেলায় এসএসসি পরিক্ষায়   দ্বিতীয় হওয়া তাহা ডাক্তার হতে চায়

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৩ বার পঠিত

 

রাজিব রায় চৌধুরী, শ্যামনগর প্রতিনিধি: এসএসসি পরীক্ষায় শ্যামনগর উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমিনা খানম (তাহা)। সে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ – ৫ সহ সর্বমোট ১০৮৭ নম্বর পেয়ে পেয়েছেন। তার পিতা আমিনুর রহমান একজন ব্যবসায়ী ও মাতা সাবিনা পারভীন একজন গৃহিণী। তাহা শ্যামনগর পৌরসভার মাহমুদপুর গ্রামের বাসিন্দা।  তাহা বলেন, আমার স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের সেবা করা। সকলে আমার জন্য দোয়া করবেন। তাহার বাবা মা মেয়ের সাফল্যে খুবই খুশি। নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ বলেন, তাহা খুব মেধাবী ছাত্রী।  নম্র ভদ্র একটি মেয়ে। সেই স্কুলে পড়াশোনা কালিন শিক্ষকদের কথা সব সময় মেনে চলতো। সে বিদ্যালয়ের সকল শিক্ষকদের প্রিয় ছাত্রী ছিলো। তার এই সাফল্য আমাদের স্কুলের সুনাম আরও বৃদ্ধি করলো। আমি তার দীর্ঘায়ু কামনা করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর