1. admin@dailyjessorerkontho.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় প্রান হারালো কেশবপুরের মারুফ হোসেন

দৈনিক যশোরের কণ্ঠ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১১ বার পঠিত

 

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

সড়ক দুর্ঘটনায় প্রান হারালো কেশবপুরের মারুফ হোসেন মোড়ল (১৪)। সে কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের ফারুক মোড়লের ছেলে।
জানা গেছে, গত সোমবার (১৭ জুন-২৪) ঈদের নামাজ আদায় শেষে একই গ্রামের আব্দুস সামাদ আযাদের ছেলে রৌদ্র, আব্দুল নরিম মোড়লের ছেলে রুহুল কুদ্দুস, মারুফ তিন জনে মটর সাইকেলে করে রুপসা সেতু দেখার জন্য বাড়ি থেকে বের হয়। রুপসা সেতু দেখার পর বাড়ি ফেরার পথে চুকনগর খুলনা মহাসড়কের চাকুন্দিয়া নামক স্থানে রাত আট টার দিকে ইঞ্জিন চালিত ভ্যানের সাথে ধাক্কা লেগে ওই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ভ্যান চালক ও এক যাত্রী নিহত হয়। মটর সাইকেলে থাকা রৌদ্র (১৬), মারুফ (১৪) ও কুদ্দুস (২২) ভ্যানে ধাক্কা লাগায় তিন জন গুরুতর জখম হয়, তাদের কে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া হাসপাতালে, পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃমৃর্ষ অবস্থায় ভর্তি করা হয়। কিছুক্ষন পরে মারুফের অবস্থা খারাপের দিকে যায়। কিছুক্ষণ পারে কর্তব্য রত চিকিৎসক মারুফকে মৃত ঘোষনা করেন। অন্য দু,জন রৌদ্র ও কুদ্দুসকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আই সি ইউ-তে ভর্তি রয়েছে। তবে পারিবারিক সুত্রে জানা গেছে রৌদ্র-এর অবস্খ আশংখা জনক। মঙ্গলবার নিহত মারুফের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। জানাযা পড়ান মাওলানা হাবিবুর রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর